Header Ads Widget

আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু

আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান।


উদ্বোধনী দিনে পৌর এলাকার দেবগ্রামের কৃষক আবদুল আউয়াল পাঁচটি বস্তায় ধান নিয়ে এসে কার্যক্রমে অংশ নেন। তিনি জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিন টন ধান তিনি সরবরাহ করবেন। ধান বিক্রির প্রক্রিয়া সহজ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্যমতে, ধান সংগ্রহ অভিযান ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কার্ডধারী কৃষকরা ১২০ কেজি থেকে সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৩ টাকা। এ বছর আখাউড়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০১ মেট্রিক টন।


মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার পর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।


তিতাস ট্রিবিউন


Post a Comment

2 Comments