Header Ads Widget

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আখাউড়ার ওসির হুশিয়ারি: গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা


সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আখাউড়ার ওসির হুশিয়ারি: গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা 

তিতাস ট্রিবিউন রিপোর্ট:  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ছমিউদ্দিন। রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।  


ওসি মুহাম্মদ ছমিউদ্দিন বলেন, “বিশেষ করে ফেসবুকে গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। আখাউড়ায় কেউ এমন কার্যকলাপে যুক্ত থাকলে আমাকে জানান। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গুজব রটনাকারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”  


আখাউড়া থানার কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া এবং সাংবাদিক জুটন বণিক, রাকিবুল ইসলাম, বিশ্বজিৎ পাল বাবু, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, জহিরুল ইসলাম সাগর ও জালাল হোসেন মামুন।  


সাংবাদিকরা সভায় আখাউড়ায় বেড়ে যাওয়া চুরি, মাদকের বিস্তার এবং আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের বিষয়ে ওসিকে অবহিত করেন।  


ওসি ছমিউদ্দিন আশ্বাস দেন, “পেশাদারিত্ব বজায় রেখে আখাউড়াবাসীর জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। কোনো পুলিশ সদস্য কিংবা আমি নিজেও কোথাও অনিয়ম করলে, তা গঠনমূলকভাবে তুলে ধরুন। তবে উদ্দেশ্যমূলকভাবে কোনো ঘটনা খণ্ডিত আকারে ফেসবুকে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকলে তা সবার জন্য মঙ্গলজনক হবে।”

Post a Comment

0 Comments