Header Ads Widget

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

তিতাস ট্রিবিউন রিপোর্ট: 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মারুফ ইসলাম (২৭) নামে এক যুবককে পাইপগানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় জেলা কারাগারের পাশে এই অভিযান পরিচালিত হয়।  


গ্রেপ্তারকৃত মারুফ ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দির বাসিন্দা হারুন-অর-রশিদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় জেলা কারাগারের পাশে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মারুফকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।  


এ ঘটনায় মারুফের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।  


Post a Comment

0 Comments