তিতাস ট্রিবিউন রিপোর্ট
আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। রোববার দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাইনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ এবং যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে প্রহসনের মাধ্যমে সম্মেলন আয়োজনের ষড়যন্ত্র চলছে। তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা দল ভারী করে ভোটার তালিকা হালনাগাদ না করেই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দেন, এ ধরনের সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনোভাবেই হতে দেওয়া হবে না।
বক্তারা দাবি করেন, জেলা বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে ত্যাগীদের অন্তর্ভুক্ত করে একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। কেন্দ্র থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে আগামী ১৬ জানুয়ারি আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, "১৪টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিটের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বাকি ৬টি ইউনিটের তালিকাও সম্পন্ন হয়েছে এবং যেকোনো সময় তা প্রকাশ করা হবে। সম্মেলন নির্ধারিত তারিখে, ১৮ জানুয়ারিই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।"

0 Comments