বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৭ ভারতীয় চোরাকারবারী গ্রেপ্তার
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৭ জন ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা।
গ্রেপ্তার অভিযান:
গত সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর, কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরমোড়া, এবং শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য:
বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি, এসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা:
১. দোজন দেব বার্মা (৩৫),
২. তমে দেব বার্মা (৩৩),
৩. বিমল দেব বার্মা (৩৬),
৪. বাদশা মিয়া (৩০),
৫. মোঃ হোসেন মিয়া (৫৮),
৬. রাজু আহমেদ (২৬),
৭. সোহাগ হাসান (২৫)।
এরা সবাই ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানের বিবরণ:
- কুইয়াপানিয়া (সোমবার সকাল সাড়ে ১০টা): দোজন দেব বার্মা, তমে দেব বার্মা ও বিমল দেব বার্মা গ্রেপ্তার।
- কালিকাপুর (সোমবার বেলা সাড়ে ১১টা): বাদশা মিয়া গ্রেপ্তার।
- ফকিরমোড়া (সোমবার দুপুর সাড়ে ১২টা): মোঃ হোসেন মিয়া গ্রেপ্তার।
- সালদানদী (শনিবার রাত): রাজু আহমেদ ও সোহাগ হাসান গ্রেপ্তার।
প্রাথমিক তদন্ত:
লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চোরাচালানি পণ্যের পাচারে সহায়তা করতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
আইনগত ব্যবস্থা:
চোরাচালান ও পাসপোর্টবিহীন প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

0 Comments