সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। যারা এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরকে প্রয়োজনীয় দলিলাদি প্রদান সাপেক্ষে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ায় হালনাগাদ কার্যক্রমের সুপারভাইজার খেলেনা রানী সাহা জানিয়েছেন, যাদের জন্ম তারিখ ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটারদের জন্য জন্ম নিবন্ধনের বাংলা ও ইংরেজি কপি, পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, রক্তের গ্রুপ, এবং টেলিফোন বা মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান বাধ্যতামূলক।
নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সদ্য ভোটার হওয়া কনিকা দেবনাথ বলেন, "এই তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা এখন ভোটাধিকার প্রয়োগসহ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারব। এতে আমরা অনেক আনন্দিত।"
অন্যদিকে, পুত্রবধূর তালিকায় অন্তর্ভুক্তি হওয়ায় খুশি চারু দেবনাথ। তিনি বলেন, "সদ্য বিয়ের পর আমার পুত্রবধূ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি।"
জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ২৩৮ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে এবং ১০৮০ জন সহকারী শিক্ষক তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।

0 Comments