📰 মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বয়সসীমা সংশোধন: ১ম শ্রেণিতে সর্বনিম্ন ৫, সর্বোচ্চ ৭ বছর
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৫:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বয়স নির্ধারণ সংক্রান্ত নীতিমালায় জরুরি সংশোধনী এনেছে। এই সংশোধনী অনুযায়ী, ১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর নির্ধারণ করা হয়েছে।
🔍 নীতিমালার সংশোধনী
মাউশি কর্তৃক ০৩/১২/২০২৫ খ্রি. তারিখে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৩/১১/২০২৫ খ্রি. তারিখে জারি করা "সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা"র অনুচ্ছেদ ২-এ এই সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী:
* ভর্তির ভিত্তি: জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে।
* বয়সসীমা: কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ০১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ০৫ বছর।
* সর্বোচ্চ বয়স: ৩১ ডিসেম্বর তারিখে শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স ০৭ বছর পর্যন্ত হবে।
📅 ২০২৬ শিক্ষাবর্ষে বয়সসীমার প্রয়োগ
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের জন্মতারিখের সীমা নিম্নরূপ হবে:
* সর্বনিম্ন জন্মতারিখ: ০১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত (ন্যূনতম ০৫ বছর)।
* সর্বোচ্চ জন্মতারিখ: ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত (সর্বোচ্চ ০৭ বছর)।
📄 জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
♿ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করা হয়েছে। সারাদেশের সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সংবাদসূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশ।

0 Comments